বরগুনায় ট্রলার ডুবিতে ৯ জেলে উদ্ধার, ৩ জন নিখোঁজ

news paper

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ২:৩২

98Views

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেদের অন্য একটি ট্রলারে তুলে কিনারায় নিয়ে আসা হচ্ছে।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর ৯ জনকে পাশে থাকা অপর একটি ট্রলার উদ্ধার করে। এখনো ৩ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম চলছে।


আরও পড়ুন