গোপালগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির টাকা প্রদান
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ২:২২
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ, বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান নৃগোষ্ঠীর ২০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং ৫৫ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া প্রমুখ।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই কাজের অর্থায়নে মুকসুদপুর উপজেলায় ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৩০ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ২,৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ৬,০০০ টাকা করে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ১০ জন ছাত্র-ছাত্রীকে প্রত্যেকে ৯,৫০০ টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। মুকসুদপুর উপজেলায় মোট ২,৬০,০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।