আনোয়ারায় গভীর রাতে জৈদ্দারহাট বাজারে দুই দোকান আগুনে পুড়ে ছাই
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১:১৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত বুধবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাত ৩টার দিকে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া জৈদ্দ্যের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে দুই ব্যবসায়ীর দোকান পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো একটি মুদি দোকান ও একটি স্টেশনারি দোকান। দোকানের মালিকরা হলেন রায়পুর ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম এবং মো. ইউনুস। তাদের মতে, আগুনে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর এলাকাবাসী নিজ উদ্যোগে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। পরে আনোয়ারা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের জৈদ্দারহাট বাজারে ২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আশেপাশের দোকানগুলোর কোনো ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক।