কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

news paper

কসবা প্রতিনিধি

প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:৪০

54Views

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত বুধবার (৯ জুলাই, ২০২৫) রাতে খাড়েরা পশ্চিম পাড়ায় এক হৃদয়বিদারক পারিবারিক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত করার পর নিজেই আত্মহত্যা করেছেন।

জানা গেছে, রাত ৯টায় কসবা থানাধীন খাড়েরা ৮ নম্বর ওয়ার্ডে কামাল মাস্টারের ঘরে বসবাসরত পারভেজ (৩০), পিতা বাবুল মিয়া, মইনপুর, তার স্ত্রী লাকি বেগম (২৩), পিতা মৃত নিজাম, সাং—খাড়েরা, উভয়েই কসবা থানার অন্তর্ভুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ ও লাকির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ছয় মাস আগে লাকি তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর তিনি খাড়েরা গ্রামের কামাল মাস্টারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেন এবং প্রায় দুই মাস ধরে সেখানে কাজ করছিলেন।

গত ৯ জুলাই রাত ৮টার সময় পারভেজ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পারভেজ ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে কুপিয়ে গুরুতর জখম করেন এবং পরে নিজে নিজের শরীরে ছুরি চালিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

দ্রুত আহত লাকিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন