জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ, আহত ভাই-বোন

news paper

মিজানুর রহমান, মাগুরা

প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ১১:৪৫

17Views

মাগুরা সদর উপজেলার সতিজাদপুর  ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ফারুক হোসেন ও তার বোন শরিফা মারাত্মকভাবে আহত হয়েছেন।
 
ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে প্রতিবেশী মাহমুদুল্লাহর ছেলে আবুল ও করিম আজিজুল্লাহর ছেলে কামাল, দিলওয়ার ও জলিল। তিনি বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার শালিসি দরবার বসানো হলেও মূল সমস্যার সমাধান হয়নি। সীমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে না দেওয়ায় আমাদের উপর হামলা হচ্ছে বারবার।
 
আজ বুধবার দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সশস্ত্র অবস্থায় উপর্যপুরি হামলা চালানো হয় ফারুক ও শরিফার উপর। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
 
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হলেও একপক্ষের অসহযোগিতার কারণে তা কার্যকর হয়নি।
 
ফারুক হোসেন দাবি করেন, আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি। দখলদাররা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
 
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন