আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করছে এআই

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯-৭-২০২৫ রাত ৮:৫৫

53Views

এআই-কীভাবে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং বীমা খাতে ব্যবহৃত হচ্ছে। কিভাবে এআই আর্থিক খাতের অপারেশন, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন মাত্রা যোগ করছে। বুধবার বিকেলে রাজধনীল গুলশানে মাইক্রোসফট বাংলাদেশ অফিস লায়লা টাওয়ারে এ বিষয় নেটকম লার্নিং বাংলাদেশ, এক সেমিনার আয়োজন করে। এতে “আর্থিক খাতে এআই ও সাইবার সিকিউরিটি” বিষয়ক সেমিনারে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে এআই-এর রূপান্তরমূলক ভূমিকার উপর আলোচনা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিক সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার সিকিউরিটির গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের উদাহরণ, বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক দিকনির্দেশনা এবং বৈশ্বিক সাফল্যের কাহিনির মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করেন। সেমিনারের শেষাংশে ছিল একটি ইন্টার্যাক্টিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তব্য রাখেন, মোঃ ইউসুফ ফারুক, রিজিওনাল ডিরেক্টর, মাইক্রোসফট, ফারজানা আফরিন তিশা, ক্লাউড ডেটা, অও ও সিকিউরিটি লিড, মাইক্রোসফট, খন্দকার আতীক-ই-রাব্বানী, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মোঃ ইমদাদুল ইসলাম, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, নেটকম লার্নিং, আব্দুর রহমান মামুন, হেড অফ পার্টনারশিপ, নেটকম লার্নিং বাংলাদেশ। নেটকম লার্নিং-এর মতে, এই সেমিনারটি বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য এআই-এর ভবিষ্যত এবং সম্ভাবনা নিয়ে জানার একটি সময়োপযোগী ও মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


আরও পড়ুন