পাগলায় জমি নিয়ে বিরোধে হত্যার হুমকি
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৪:৩১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের সতেরবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় (৮ জুলাই) মঙ্গলবার মো. সাইফুল ইসলাম (৩৫) বাদী হয়ে তিনজনকে আসামি করে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- মো. শহিদুল ইসলাম খোকন, শায়েম মিয়া ও মো. দুলুমিয়া অভিযোগে বলা হয়, একই ইউনিয়নের সৈলসাপ গ্রামের শহিদুল ইসলাম খোকন (৪২) ও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জন ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাদীর পিতার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে। তারা ২১২ নম্বর খতিয়ানের আওতাধীন ৪৯১ ও ৪৯৩ দাগভুক্ত ৩৭ শতাংশ জমিতে থাকা তিন-চারটি আকাশি গাছ কেটে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা বাদী ও তার স্বজনদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা আবুল বাশার (৫০), আবুল মনছুর (৬৫) ও মো. শারফুল (৪৫) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ছাইফুল ইসলাম বলেন, ‘বিবাদী শহিদুল একজন উচ্ছৃঙ্খল, হিংস্র ও প্রভাবশালী ব্যক্তি। সে এলাকায় কাউকে তোয়াক্কা করে না। সে এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীদের কে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন। তার এমন আচরণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় সে আমাদের ক্ষতি করতে পারে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পাগলা থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এস আই জহিরুল ঘটনার স্থল পরিদর্শন করেছেন। এসআই জহিরুল বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।