দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যা

news paper

সেলিম সরকার, বগুড়া

প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:৪৪

16Views

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রহস্যজনক এই মৃত্যুর ঘটনা স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন আফতাব আলী (৬৫) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৮)। নিহত আফতাব আলী গ্রামের নিজ বাড়িতে পুত্রবধূ রিভা ও তার নাতনিকে নিয়ে বসবাস করতেন। আফতাবের ছেলে শাহজাহান কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাওয়ার পর আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে রিভার পাঁচ বছর বয়সী কন্যাশিশু মায়ের নিথর দেহ দেখে চিৎকার শুরু করে। তখনই প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সেগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতে কোনো দুর্বৃত্ত ঘরে ঢুকে আফতাব আলীকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।" তিনি আরও বলেন, "ঘটনার পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলা—সবকিছু মাথায় রেখে আমরা তদন্ত শুরু করেছি। পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।"

এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।


আরও পড়ুন