লোহাগড়ায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news paper

পিকুল আলম, লোহাগড়া

প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:২৫

110Views

নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশের একটি মাছের ঘেরে গোসল করতে গিয়ে প্রিয়া (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়া একই গ্রামের রবিউল ইসলামের কন্যা এবং সারুলিয়া হাফেজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নামে। সাঁতার না জানায় কিছু সময় পরই সে পানিতে হাবুডুবু খেতে থাকে। সঙ্গে থাকা শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে ডুবে যায়। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তারা স্থানীয়দের সহায়তায় প্রিয়াকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতা ও সাঁতারে অনভিজ্ঞতা একটি শিশুর প্রাণ কেড়ে নিল—এ যেন নির্মম বাস্তবতা।


আরও পড়ুন