চৌগাছায় মিষ্টি হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫২ হাজার টাকা জরিমানা আদায়
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৫:৪৩
যশোরের চৌগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বিভিন্ন মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের একাধিক দোকানে অভিযান চালিয়ে নগদ অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান পৌর সদরের আসল ঘোষ ডেয়ারীতে অভিযান চালান। এ সময় সেখানে নানা অনিয়ম ধরা পড়ায় হোটেল মালিক শমর কুমার ঘোষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অনিয়মের কারণে ২০ হাজার, নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে অভিযান চালিয়ে ৫ হাজার, সাতক্ষীরা আদি ঘোষ ডেয়ারীতে ৭ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ৩ হাজার, আলম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং আশিক ফল ঘরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় চৌগাছা সরকারি হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ, চৌগাছা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুব হুসাইন, চৌগাছা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, "প্রত্যেক মিষ্টির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি মিষ্টির হোটেল ও এক ফল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান গোটা উপজেলাতে অব্যাহত থাকবে।"