বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৫:৬
গতকাল সোমবার (৭ জুলাই, ২০২৫) বিকেলে উত্তরখানে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আগামী জাতীয় নির্বাচনে কোনো পছন্দের প্রার্থী বাছাইয়ের নির্বাচন আমরা মেনে নেব না। আমরা চাই জনগণের পছন্দের প্রার্থীরা সংসদে গিয়ে জনগণের কথা বলুক। জনগণের ভোটের মাধ্যমে একটি চাঁদাবাজ ও দুঃশাসনমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।"
এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি। যাদের জনসমর্থন নেই, তারা এখন পিয়ারের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কিন্তু আমরা জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।"
এই পথসভায় আরও উপস্থিত ছিলেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক রিপন সরদার, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, নাছিমুল ইসলাম নাছিম ও নজরুল ইসলাম। এছাড়াও উত্তরখান থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষাংশে নেতারা এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন।