অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান চলমান

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ৪:১২

25Views

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে গত ৭ জুলাই, ২০২৫, সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র আঞ্চলিক বিক্রয় বিভাগ-রূপগঞ্জের আওতাধীন গোলাকান্দাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আনুমানিক ৪১৫টি বাড়িতে ৯২৫টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও, ৩ ইঞ্চি ডায়ার পরিত্যক্ত বিতরণ লাইন থেকে মাছরাঙা কয়েল ফ্যাক্টরির ২ ইঞ্চি ডায়ার বিশিষ্ট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২৩০ ফুট লাইন পাইপ অপসারণ বা জব্দ করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং বা ক্যাপিং করা হয়েছে।

একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র আঞ্চলিক রাজস্ব শাখা-ভালুকা ও জোবিঅ-ভালুকার বিশেষ অভিযানে বকেয়ার জন্য ২টি আবাসিকের ৩টি ডাবল চুলা এবং অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ৬টি আবাসিকের ৮টি ডাবল চুলা সহ মোট ৮টি আবাসিকের ১১টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় মেসার্স আল মদিনা বোর্ড মিল, মুন্সিগঞ্জের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে গত ৭ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬৯টি শিল্প, ২৫৮টি বাণিজ্যিক ও ৪৪,৮৬৪টি আবাসিক সহ মোট ৪৫,৩৯১টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৯৮,১৪৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অভিযানে ১৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।


আরও পড়ুন