লাকসামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ

news paper

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:৮

46Views

দীর্ঘ ১৭ বছর পর লাকসামে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাধাহীন ও মুক্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয় করতে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সম্মেলন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা ও পৌরসভা। সম্মেলন সফল করতে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি কাজ। পুরো শহর নতুন সাজে সজ্জিত হয়েছে; ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর। প্রার্থীদের সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীদের জানান দিতে গভীর রাত পর্যন্ত জোরেশোরে মিছিল-মিটিং চালাচ্ছেন। সম্মেলনের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে গ্রামে। কে হচ্ছেন পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী পদপ্রত্যাশী রয়েছেন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর নাম জানা গেছে। এদিকে, সভাপতি পদে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ প্রার্থী হওয়ায় কাউন্সিলর ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ আরও বেড়েছে।

অন্যদিকে, 'তারুণ্যের অহংকার' বলে পরিচিত লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বেলাল রহমান মজুমদার তৃতীয় ধাপে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি দৈনিক 'সকালের সময়' প্রতিনিধিকে জানান, বিএনপি পকেট কমিটিকে বিশ্বাস করে না। তাই কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। বেলাল রহমান মজুমদার লাকসাম ন.ফ. সরকারি কলেজ থেকে বি.এ পাশ করেছেন। ২০২০ সালে তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন এবং লাকসাম পৌরসভা বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এছাড়া তিনি লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পদে থেকে দায়িত্বশীলভাবে কাজ করেছেন। তবে দ্বি-বার্ষিক সম্মেলনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন