ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্ধারণ
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:৬
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ঠাকুরগাঁও জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান বাসস্ট্যান্ড গোলচত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধারা যৌথভাবে স্থানটি নির্ধারণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, এই গোলচত্বরটি ঠাকুরগাঁও শহরের কেন্দ্রস্থলে হওয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ হলে নতুন প্রজন্মের জন্য তা একটি গুরুত্বপূর্ণ ইতিহাসচর্চার স্থান হবে।
জুলাই যোদ্ধারা জানান, শহরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণ-আন্দোলনের মূল কেন্দ্রস্থল হওয়ায় এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান ছিল সামরিক ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের একটি ঐতিহাসিক প্রতিরোধ, যা ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় গভীর প্রভাব ফেলেছিল।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিমেল, তারেক, মুন, রিফা, সোহানি সহ আরও স্থানীয়রা। জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানিয়েছেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জনসাধারণের মাঝে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে জীবন্ত রাখা হবে এবং নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে।