পাঁচবিবিতে বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১:৫২

102Views

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে সন্ত্রাসী কর্তৃক হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর পার্কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনার হত্যায় জিয়াউর ফেরদৌস রাইটকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান। তারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে এই মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনসহ থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (কিনা) কে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে মারপিট করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ২৬ জুন রাতে তিনি মারা যান।


আরও পড়ুন