লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারি: এএসআই ইলিয়াস ক্লোজড
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১:১৭
নড়াইলের লোহাগড়া থানায় ঘুষের বিনিময়ে নাশকতা মামলার এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা মামলার আসামি মো. জিল্লুর রহমানকে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হলে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
ওসি শরিফুল ইসলাম জানান, "বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।" পুলিশ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশ বাহিনীর ভাবমূর্তির স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।
জানা যায়, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অতীতেও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি পুলিশ ভেরিফিকেশনের নামেও অর্থ আদায় করতেন।
এদিকে, আসামি জিল্লুর রহমানের পরিবার হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলেছে। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাদের। বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, "দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা শুধু পুলিশ বিভাগের নয়, গোটা বিচার ব্যবস্থার ওপরই নেতিবাচক প্রভাব ফেলে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার এটাই উপযুক্ত সময়।