কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ইউএনও'র উদ্যোগে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ

news paper

সোহেল পারভেজ, কেশবপুর

প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১:১২

69Views

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত আট মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকার খবর শুনে মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেক্সোনা খাতুন ৩০০ পিস জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নিয়ে হাজির হয়েছেন। এই পরিমাণ ভ্যাকসিন প্রায় ৪০০ জন রোগীকে দেওয়া যাবে। এখন থেকে কুকুর বা হনুমানের কামড়ে আক্রান্ত হলে হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাবে।

গতকাল সোমবার সকালে ইউএনও রেক্সোনা খাতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের কাছে এই ভ্যাকসিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রদানের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনও রেক্সোনা খাতুন একজন মানবিক ও সৎ সাহসী প্রশাসক হিসেবে সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হচ্ছেন। তিনি সবসময় উপজেলাবাসীর জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন। অনেকেই তার এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, এমনভাবে যদি অন্যায়-অপরাধ ও mob violence সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন ছিল না। যে কারণে বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হচ্ছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কবে নাগাদ এই ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন 'দৈনিক সকালের সময়'কে বলেন, হাসপাতালে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৫ হাজার মাস্কও প্রদান করা হয়েছে।


আরও পড়ুন