রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মুন্না গ্রেপ্তার

news paper

লেমন সরকার, রাণীশংকৈল

প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১২:৪০

42Views

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টায় পৌরশহরের শিবদিঘি নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহারিয়ার আজম মুন্না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ছিলেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রাণীশংকৈল থানায় মামলা হয়। এ মামলায় অন্যদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকেও আসামি করা হয়। এতদিন মুন্না আত্মগোপনে ছিলেন। 

ওসি আরশেদুল হক আরও জানান, ‘রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহারিয়ার আজম মুন্না সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করেন। সে সময় তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে মর্মে ওসি জানান।’


আরও পড়ুন