অসুস্থ তাসলিমার পাশে দাঁড়াল ‘স্বপ্ন’ পরিবার
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৪৯
খুলনার সোনাডাঙ্গা ‘স্বপ্ন’ আউটলেটের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ৫০ বছর বয়সী তাসলিমা খাতুনের পাশে দাঁড়িয়েছে ‘স্বপ্ন’ পরিবার। গত ২ জুলাই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাথায় আঘাত নিয়ে পড়ে থাকতে দেখেন আউটলেটটির কর্মীরা, যাদের ‘স্বপ্নযোদ্ধা’ বলা হয়।
‘স্বপ্ন’র কর্মীরা তাসলিমা খাতুনকে প্রথমে জুস ও খাবার দেন। পরে দেখা যায়, তার মাথার ক্ষত শুকিয়ে সেখানে পোকা ধরেছে এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
বিষয়টি ‘স্বপ্ন’র ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকোভারি এবং কমপ্লাইন্স-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ মাসুম বিল্লাহর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরের সঙ্গে আলোচনা করেন। নাসিরের নির্দেশে দ্রুত তাসলিমার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় ‘স্বপ্ন’র কর্পোরেট অ্যাফেয়ার্স-এর প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবালও উপস্থিত হন। তাসলিমাকে হাসপাতালে ভর্তিতে সহযোগিতা করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রতি ‘স্বপ্ন’ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
‘স্বপ্ন’র ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, "আমরা স্বপ্নযোদ্ধারা আমাদের সাধ্য অনুযায়ী যেকোনো দুঃস্বপ্নের বিরুদ্ধে যুদ্ধ করে যাই। একজন মা পরিবারের, সমাজের কেন্দ্র। আমি আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে এই দুস্থ মা-এর পাশে দাঁড়ানোর জন্য।" তিনি তাসলিমার মাথায় আঘাতের বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৪ জুলাই (২০২৫) থেকে তাসলিমা খাতুন খুলনায় চিকিৎসা সেবা পাচ্ছেন।