কুড়িগ্রামে উল্টো রথযাত্রা উদযাপন: শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন

news paper

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৪৭

11Views

কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই, ২০২৫) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া (ডায়াবেটিক হাসপাতাল মোড়) থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষ হয়। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন নিশ্চিত করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।

কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, "রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেড কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং আশেপাশের এলাকায় আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করছি। আমরা সকল ধর্মের লোকজন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই ব্যবস্থা করছি।"

প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য প্রশাসনের সকল পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব চলাকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে নিরাপত্তা বজায় রাখে।


আরও পড়ুন