সমস্যা কোথায় তা চিহ্নিত করে সমাধান করুন: সরকারকে সাইফুল হক
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৩৫
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সাইফুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে ১৬ বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসনের অবসান ঘটিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। পুরো দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা দেশের স্বার্থে কাজ করুন। সমস্যা কোথায় তা চিহ্নিত করে দ্রুত নির্বাচন আয়োজনের ব্যবস্থা করুন। আশা করছি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু করবেন না। ঠিকমতো কাজ করতে না পারলে প্রয়োজনে উপদেষ্টা পরিষদ পরিবর্তন করুন।
শনিবার (৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহবায়ক ডা. মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে ও পার্টির মহানগর সংগঠক আর ইউ হাবিবের সঞ্চালনায় তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের একবছরের পর মব সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবেনা। তিনি বলেন, কোন কোন মহল পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার দরকার। মব সন্ত্রাসকে দলীয় বিবেচনা না করে আইনের দৃষ্টিতে দেখুন। আসলেই কারা অপরাধী তা জেনে বিচারের ব্যবস্থা করুন। গণ -অভ্যুত্থানকারী জনগণ ও রাজনৈতিক দলসমূহের নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাস চালিয়ে লুম্পেন বখাটেরা সর্বত্র তাদের দৌরাত্ম প্রতিষ্ঠিত করছে। সরকার, বিশেষ করে আইন শৃংখলা বাহিনীর অকার্যকারীতায় ক্রমে এরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং তাদের গুন্ডামী ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এই অবস্থা চলতে দিলে গণঅভ্যুত্থানের অর্জনটাই বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি বলেন, কারো হটকারিতা বা বাড়াবাড়ির কারণে অভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত এগারো মাসে “মব জাস্টিসে”র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেকগুলো ঘটনার সাথে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ- অভ্যুত্থানের বর্ষপূর্তীতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যকর তৎপরতা কোনভাবেই বরদাস্ত করা যাবেনা।
দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা আসতে বিলম্ব হলে এই নৈরাজ্যকর পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। আমরা আপনাদের বিশ্বাস করি, আশা করব বিশ্বাসের অমর্যাদা করবেন না। আমরা মাঝ নদীতে মাঝি পাল্টাতে চাইনা, আপনারা দায়িত্বে অবহেলা করবেন না। সকল হামলা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেফতার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার করুন। একইসাথে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, ড. মোকতার হোসেন, কবি মাহমুদুল হাসান নিজামী, মিলন বডুয়া, জিএম মাববুব, উসমান গনি, নূরুল ইসলাম, ইকবাল হোসেন, লাভলী দিও ক্যাথরিন, জনি বডুয়া প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই জুলাই - আগস্ট গণ- অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। সভার দ্বিতীয় পর্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কর্মীসভা অনুষ্ঠিত হয়।