যশোরে ২৩ পিস স্বর্ণের বারসহ আটক ২

news paper

সুমন হোসাইন, শার্শা

প্রকাশিত: ৫-৭-২০২৫ বিকাল ৫:১৫

90Views

যশোরে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোরে যশোর ৪৯ ব্যাটালিয়ন (বিজিবি)-এর সদস্যরা মুরাদগড় বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, যশোরের সীমান্ত এলাকা শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের মেহেদী হাসান (২৫)।

আটক করা স্বর্ণের বাজারমূল্য ৪ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার ৯১৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঢাকার সদরঘাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে চোরাকারবারিরা বাসযোগে যশোর হয়ে মহেশপুর যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। মুরাদগড় বাজারে ভোর সাড়ে ৫টার দিকে বাস থেকে নামা ওই দুইজনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ও মেহেদী হাসান নামে এই দুই যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন