উল্টো রথের মধ্য দিয়ে সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরের রথযাত্রা সম্পন্ন
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৫৩
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা সন্দ্বীপে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ, শনিবার (৫ জুলাই), দুপুর ২টায় সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের জগন্নাথ আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়।
বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদের উদ্যোগেও উল্টো রথযাত্রা পালিত হয় এবং বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সকালে বাল্যভোগের পর ভজন কীর্তন, ভোগ আরতি ও রথটানা অনুষ্ঠিত হয়। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথ টানায় অংশ নেন।
উল্টো রথযাত্রার সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদার সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, যুব কমিটির নেতৃবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কানু সূত্রধর, মঙ্গল সূত্রধর, দিলিপ কুমার মালাকার, রাখাল মালাকার, ভুট্টো দে, জনি সূত্রধর, জ্যোতিষ জলদাস, দুঃখ হরণ জলদাস, রনজিত মালাকার সহ আরও অনেকে।