অনিয়মের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক রেজাউল করিমকে বহিষ্কার
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৪:২৯
নানা অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচালক রেজাউল করিমকে তার পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এছাড়াও তার নির্বাচনী এলাকায় পরিচালক পদে কখনো নির্বাচন করতে পারবেন না বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ জুন) জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচলাক রেজাউল করিম তার নির্বাচনী এলাকায় বেশকিছু অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ করায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ গেলে তা আমলে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যরা এসে তদন্তে অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজের অভিযোগের বিষয়ে সত্যতা পেলে তাকে তার পদ থেকে অপসারণ করে।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নির্বাচনী এলাকায় নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে এলাকা পরিচালকের পদ থেকে অপসারণ করেছে কর্তৃপক্ষ।