বোদায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

news paper

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ২:০

41Views

পঞ্চগড়ের বোদায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে পাথরাজ আদর্শ উচ্চ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার  (ভূমি) এস এম ফুয়াদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেশ, বোদা পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, স্কাউটস বোদা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাঈদ নুর আলম, বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষীকাবৃন্দ।  
৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিং ও অ্যাথলেটিক্স ইভেন্টে অংশগ্রহন করছে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা। আগামী ৫ ফেব্রুয়ারী পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।


আরও পড়ুন