কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর
প্রকাশিত: ২-৬-২০২১ রাত ৯:২২
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মুমূর্ষু করোনা রোগীদের চিকিৎসাসেবায় হাসপাতাল কর্তপক্ষের কাছে তিনটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন, সাড়ে ৪ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে জেলা পরিষদ।
এ উপলক্ষে বুধবার (২ জুন) সকালে শহীদ ডা. মিলন হলরুমে উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।