হারানো বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ সকাল ৮:৫৯
মেয়েটির নাম প্রমি( প্রতিবন্ধী) , গ্রাম : দক্ষিণ তারাগুছা(ফেরদৌসনগর), পোষ্ট অফিস আমজাদহাট, থানা ফুলগাজী, জেলা ফেনি। সে গতকাল সকাল ১১ টায় সেনপাড়া পর্বতা আদর্শ রোড ১ নম্বর গেট, ঢাকা মিরপুর ১০ থেকে হারিয়ে যায়। দোকানের উদ্দেশ্য বাসা থেকে বের হলে সে আর বাসায় ফেরত আসেনি। সে শুধু তার নাম ও গ্রামের বাড়ি বলতে পারে । মেয়েটির পরনে ছিলো ছবিতে যে লাল জামাটি দেখতে পাচ্ছেন সেটি। সে ঠিকভাবে কথা মনে রাখতে পারেনা। কোন সহৃদয়বান ব্যাক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা: ২০৮/ ৪ সেনপাড়া পর্বতা আদর্শ রোড নম্বর ১ , মিরপুর১০,ঢাকা । মোবাইল নম্বর: ০১৯১০৭৮৯৪৯৩