সাতকানিয়ায় বাগান ও ফসল কেটে প্রতিশোধ নিচ্ছে প্রতিপক্ষ

news paper

সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া

প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:৭

35Views

সাতকানিয়ার সোনাকানিয়ার ২নং ওয়ার্ডের সাইরতলীর মৃত আলী মিয়ার ছেলে আবু তাহেরের দুঃখ যেন থাকছে সারাবছর। তার আপন ভাই মোজাফ্ফরের যোগসাজশে ২৪টি মামলা দেয়ার পরও সোনাকানিয়ার পশ্চিম পাহাড়ে সহায়-সম্বল আবু তাহেরের লেবু বাগান ও শিম বাগান কেটে দিয়েছে মোজাফ্ফর এবং তার সাঙ্গোপাঙ্গরা।এ বিষয়ে আজ  শনিবার (২৮ আগস্ট) ভুক্তভোগী মোজাফ্ফর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ১১ আগস্টও ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে তার আপন ভাই মোজাফ্ফরসহ মোট ৮ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে সেটা ছিল লেবু বাগান কেটে দেয়ার ব্যাপারে। আজ (শনিবার) আবার শিমক্ষেত কেটে দেয়ার বিষয়ে নতুন অভিযোগ দায়ের করেন একই বিবাদীগণের বিরুদ্ধে।

এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই মাহবুব বলেন, ঘটনা সত্য, তবে এখনো কারা করছে ঘটনাটি প্রমাণিত না হওয়ায় তদন্ত অব্যাহত আছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আবু তাহেরের নামে যারা মামলা দেয় এবং অপহরণ করেছিল তারা এই লেবু বাগান কেটেছে।

এদিকে, সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে আবু তাহের বলেন, গতবার অভিযোগ দিয়েছিলাম লেবু বাগান কাটল তাই। এবার কেটেছে আমার কষ্টের শিমক্ষেত। আসলে ‍আমাকে পথে বসানোর মতো অবস্থা করে ফেলছে।


আরও পড়ুন