ঢাকা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপারের যোগদানপূর্বক দায়িত্ব গ্রহণ

news paper

ইমাম হো‌সেন, ঢাকা

প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ১২:৪৭

362Views

বৃহস্পতিবার  ২৯/০৮/২০২৪ খ্রিস্টাব্দ ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আহম্মদ মুঈদ  যোগদান করেন এবং ঢাকা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার  মোঃ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন । এই সময়ে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। এই সময়ে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস টিম সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করেন । ঢাকা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আহম্মদ মুঈদ  পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অত্র অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচার সরকারের পতনের পর পুলিশ বিভাগের বিতর্ক উর্ধ্বতন পর্যায়ের অফিসারদের অব্যহতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্কার কাজ বর্তমান অন্তর্গতকালীন সরকারের ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত। 

আরও পড়ুন